এনবিটিভি ডেস্ক: মালদা জেলায় উর্দ্ধমুখী করোনা গ্রাফ। মেডিক্যাল কতৃপক্ষ বলছে, এখন প্রতিদিন আড়াই শতাংশ থেকে তিন শতাংশ হারে বাড়ছে। যদিও এই মুহুর্তে কোনো করোনা আক্রান্ত রোগী মেডিক্যালে ভর্তি নেই। তবে যে ভাবে বাড়ছে তাতে আবেদন সচেতন হয়ে কোভিড বিধি মেনে চলার কথা।
জানা গিয়েছে, তৃতীয় ঢেউয়ের আগে রাজ্যের সাথে মালদা জেলাতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারী বিধি নিষেধকে তোয়াক্কা না করে মাস্কহীন ও সামাজিক দূরত্ব না রেখেই চলছে শহরে আনাগোনা। আর যার বলে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
প্রতিদিন পরীক্ষার সংখ্যাও বাড়ছে। যেখানে মালদা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা শুন্যতে এসে দাঁড়িয়েছিল।সেখান থেকে আবার বাড়ছে আক্রান্তের সংখ্যা।
মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান,প্রতিদিন আড়াই থেকে তিন শতাংশ হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে তাঁদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে সচেতন হয়ে কোভিড আচরন বিধি মেনে ও মাক্স পরে চললে তা অনেকটা রোধ করা যাবে। যদিও এখন কোন রোগী মেডিক্যালে ভর্তি নেই বলে জানিয়েছেন তিনি।