এনবিটিভি ডেস্ক: দেশে নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ২৮,৭০১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৮,৭৮,২৫৪ জন। মারা গিয়েছেন আরও ৫০০ জন। মোট মৃতের সংখ্যা এখন ২৩,১৭৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সুস্থ হয়েছেন ৫,৫৩,৪৭১ জন। সুস্থতার হার ৬৩.০১ শতাংশ। পজিটিভের হার ১৩.০৯ শতাংশ।
সংক্রমণের তালিকায় এখনও শীর্ষে মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি, তামিলনাডু, মধ্যপ্রদেশ ও রাজস্থান। সংক্রমণ কমাতে উত্তরপ্রদেশ, কর্নাটকে ফের জারি হয়েছে পুরো লকডাউন। উত্তরপ্রদেশের নয়ডা ও গ্রেটার নয়ডায় লকডাউন ভাঙায় ৬৪ জন, আটক হয়েছে ১,৯০৪টি গাড়ি।
মহারাষ্ট্রে পুনেয় একদিনে ১.০৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত মোট ১,০৭৫ জন। তেলেঙ্গানায় সংক্রমিত বেড়ে হয়েছে ৩৪,৬৭১ জন। মারা গিয়েছেন মোট ৩৫৬ জন।