
সিঙ্গাপুর ও হংকংয়ে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে সিঙ্গাপুরে মাত্র এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২৮ শতাংশ। গত মাসের শেষে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১১,১০০, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৪,২০০-তে।

এদিকে হংকংয়ের পরিস্থিতিও চিন্তার। সেখানেও অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন, আর ৩১ জনের অবস্থা গুরুতর। এই পরিস্থিতিতে ভারতও সতর্ক। ১২ মে-র পর ভারতে নতুন করে ১৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৫৭। মূলত কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে।

করোনার সংখ্যা বেড়ে যাওয়ায় সোমবার ভারতে একটি বিশেষ বৈঠক হয়। তাতে অংশ নেয় ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, আইসিএমআর, এবং বিভিন্ন সরকারি হাসপাতালের প্রতিনিধিরা। তারা জানান, ভারতের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। বেশিরভাগ আক্রান্ত মানুষ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে গুরুতর উপসর্গ নেই, সামান্য জ্বর বা সর্দি-কাশির মতো লক্ষণ দেখা গেছে। তবুও হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে যারা ইনফ্লুয়েঞ্জার মতো জ্বরে ভুগছেন, তাদের উপর নজর রাখতে বলা হয়েছে।