গোবর নিষিদ্ধ মার্কিন মুলুকে,কিন্তু ব্যাগে ঘুঁটে নিয়ে আমেরিকায় গো-ভক্ত,হইচই বিমানবন্দরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

1606528444_5fc1adbc58ff6_cow-dung-cake-festival

নিউজ ডেস্ক : গো ভক্তি এদেশে খুব চলে। গরুর নাম নিয়ে কাউকে মেরে ফেলেও ছাড় পাওয়া যায় শাস্তি থেকে, শাসক দলের রাজনীতির বড়ো অংশ গরু, গোমূত্র এবং গোবরের অপরের নির্ভরশীল। শাসক দলের নেতাদের দৃষ্টিতে গোবর কোহিনুর হীরের থেকেও মূল্যবান আবার গোমূত্র এবং গোবর থেকে প্রতিকার পাওয়া যায় না এমন কোনো রোগই নেই এই পৃথিবীতে। এমনকি করোনা চিকিৎসাতেও এই সব বর্জ্য পদার্থ ব্যবহারের পক্ষে গো কুল। তবে বিশ্বের রোল মডেল আমেরিকায় গোমূত্র এবং গোবর পুরোপুরি নিষিদ্ধ। কারণ সে দেশের চিকিৎসা মহলের মতে এই সব বর্জ্য থেকে বহু রোগের বিস্তার ঘটে। কিন্তু তা সত্বেও ব্যাগে গোবরের তৈরি ঘুঁটে নিয়ে আমেরিকায় পাড়ি জমান এক গো ভক্ত। পরবর্তীতে কাস্টমস থেকে তা বের করতে পারবেন না বুঝে ব্যাগ ফেলেই চম্পট দেন গো ভক্ত। ঘটনায় হইচই পড়ে যায় মার্কিন বিমানবন্দরে।

ভারতে ঘুঁটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় । আবার গোবর তো পুজো-আচ্চাতেও কাজে লাগে । আবার গরুর মূত্র এদেশে কিছু মানুষের কাছে অত্যন্ত মূল্যবান । কিন্তু মার্কিন মুলুকে গোবর একদমই নিষিদ্ধ । কারণ সে দেশে চিকিৎসকরা বলেন, গোবর থেকে নানারকম রোগ ছড়ায় । বিশেষতঃ পা ও মুখের বিভিন্ন সংক্রামক রোগ-জীবাণু বাহিত হয় ঘুঁটের মধ্য দিয়ে।

তাই বিমানযাত্রীর ফেলে যাওয়া ব্যাগে কয়েকটি ঘুঁটে দেখে আগেভাগেই তা নষ্ট করে মার্কিন কাস্টমস ও প্রোটেকশনের কর্মীরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর