
গোটা দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বঙ্গ সিপিআইএম ডাক দিয়েছে শান্তি সম্প্রীতির মিছিলের। ধর্মতলা থেকে শিয়ালদহ। এই মিছিলকে কেন্দ্র করেই বিরোধীরা কটাক্ষের সুরে বলেছেন বামেরা চিরকাল দেশবিরোধী ভূমিকা পালন করেছে যুদ্ধকালীন পরিস্থিতির সময়। ১৯৬২ চিন এর সঙ্গে যুদ্ধ হোক অথবা আজ পাকিস্তান বামেরা দেশের স্বার্থে নাকি কখনও ছিলনা। বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ তো আর এক পা এগিয়ে সোশ্যাল মিডিয়াতে বামেদের এই কর্মসূচি নিয়ে একটি বিতর্কিত ব্যঙ্গাত্মক কার্টুন পোষ্ট করেছেন। বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। শুধুমাত্র রুদ্রনীল ঘোষ নয় বিজেপি আইনজীবি তরুনজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়াতে বামেদের রীতিমতো ধিক্কার জানিয়েছেন। পাল্টা সিপিআইএম নেতারা জানিয়েছেন বিট্রিশদের দালালী যারা করেছে সেই সাভারকারদের উত্তরসুরীদের থেকে তারা দেশপ্রেম এর পাঠ নেবেননা। আরো এক পা এগিয়ে এক বাম নেতা জানান ” সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে এই যুদ্ধজিগির আসলে ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অস্ত্র হিসেবে ব্যবহার করছে আরএসএস এবং বিজেপি ” যদিও সিপিআইএম তার অফিশিয়াল বিবৃতির মাধ্যমে ইতিমধ্যেই জানিয়েছে এই পরিস্থিতিতে তারা কেন্দ্রীয় সরকার এর সাথেই আছেন। একই সাথে পাহেলগাঁও হত্যাকাণ্ডের এর সঠিক বিচারের দাবি তুলেছেন তারা।