বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় আক্রান্ত সিআরপিএফ জওয়ান

মালদা: বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করায় এক সিআরপিএফ জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচকে।

জানা গিয়েছে, আহত ওই সিআরপিএফ জওয়ানের নাম শশাঙ্ক ঘোষ (৩১)। তিনি মানিকচকের রামনগর এলাকার বাসিন্দা। এদিন মানিকচক বাস স্ট্যান্ডের কাছে রাস্তা পেরোনোর সময় বেপরোয়া গতির একটি বাইক তাঁকে ধাক্কা মারে। সেই ঘটনার প্রতিবাদ করলে, ওই বাইক আরোহী যুবক সদলবলে তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানিকচক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ছয় যুবককে আটক করেছে মানিকচক থানার পুলিশ।

Latest articles

Related articles