কর্ণাটকে রাস্তায় পিটিয়ে খুন দলিত যুবককে, অভিযোগের তীর হিন্দুত্ববাদীদের দিকে

এনবিটিভি ডেস্কঃ দেশে দিন দিন দলিত ও সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। শুক্রবার কর্ণাটকে এক দলিতকে বেধড়ক মারধোর করে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। জানা গিয়েছে, জায়গা জমির সমস্যার জেরে এই হত্যা। রাস্তায় বেধড়ক মারের ভিডিও ফুটুজ ভাইরাল হয়ে পড়ে।  

দীনেশ নায়েক নামের দলিত ছেলেটিকে রাস্তায় মারধোর করে কৃষ্ণা। পরে দীনেশকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে পরের দিন তার মৃত্যু হয়। এলাকার বিশ্ব হিন্দু পরিষদের নেতার আত্মীয় কৃষ্ণা। নিজেদের মধ্য পারিবারিক সমস্যা সমাধানের জন্য দলিত ছেলেটিকে প্রান দিতে হল।

দীনেশের মা স্থানীয় থানায় অভিযোগ করেছেন। যদিও অভিযুক্ত এখনও অধরা। তবে পুলিস সূত্রে জানা গিয়েছে, এই হত্যার পিছনে কে যুক্ত আছে তাদের সকলকে গ্রেফতার করা হবে।

Latest articles

Related articles