জৈদুল শেখ, মুর্শিদাবাদঃ কান্দি ব্লক প্রশাসনের উদ্যোগে এবং স্কুল দফতরের সহযোগিতায় প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে, পড়ুয়াদের নিয়ে বিতর্ক সভার আয়োজন করা শুক্রবার উদয়চাঁদ হাইস্কুলে। উপস্থিত ছিলেন কান্দির বিডিও রমন ভট্ট, কান্দি সার্কেলের এস আই গোবিন্দ রায়, উদয় চাঁদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুজ্জুহা বিশ্বাস সহ একাধিক শিক্ষক বৃন্দ।
শুক্রবার বেলা এগারোটা থেকে এই বিতর্ক সভার আয়োজন করা হয়। এই সভায় পাঁচটি স্কুলের চারজন করে প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই বিতর্ক সভার মূল বিষয় ছিল ” পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক জাতীয় দ্রব্যের বর্জন অপরিহার্য হলেও বর্তমানে পর্যাপ্ত বিকল্পের অভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত নই।”
এই বিষয়ের উপর পাঁচটি স্কুল যথা উদয়চাঁদপুর হাইস্কুল, মহলন্দী জি সি হাইস্কুল, নবপল্লী হাইস্কুল, পুরন্দর পুর হাইস্কুল এবং পুরন্দর পুর হাই মাদ্রাসা পড়ুয়ারা চারজনের মধ্যে দুজন পক্ষে এবং দুজন বিপক্ষে অংশগ্রহণ করে তাদের বক্তব্য পেশ করেন।
এই বিতর্ক সভার মধ্যে দিয়েই একাধিক সচেতনতার বার্তা উঠে এসেছে।
এছাড়া পড়ুয়া মিড ডে মিল কেমন দেওয়া হচ্ছে, ব্যবস্থাপনা কতটা ঠিক ঠাক চলছে, তা নিয়ে পরিদর্শনও করেন বিডও এবং অবর শিক্ষক পরিদর্শন গোবিন্দ রায়।