
দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ধুলিয়ান ও সামসেরগঞ্জ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছেন। জঙ্গিপুর পুলিশ সুপারকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি ওই অঞ্চলে সংঘটিত লুটপাট ও হিংসার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং জনজীবন বিপর্যস্ত হয়েছে।
চিঠিতে সাংসদ দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধি (CrPC) এর ১৪৪ ধারা (বর্তমান ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা) জারি করে জনসমাগম নিষিদ্ধ করা হোক। এছাড়া, সংঘর্ষ এড়াতে নিয়মিত টহল, পদাতিক পুলিশ মোতায়েন ও রুট মার্চ বাড়ানোর পাশাপাশি বড় সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের পরামর্শ দেন তিনি। তাঁর মতে, নিরাপত্তাবাহিনীর দৃশ্যমান উপস্থিতি স্থানীয়দের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
ঈশা খান চৌধুরী বিশেষভাবে অনুরোধ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তাকর্মীদের অস্ত্র ব্যবহার থেকে বিরত থেকে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে। তাঁর বক্তব্য, “পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরতা প্রয়োজন হলেও মানবজীবনের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
এই চিঠির অনুলিপি পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক (DGP) এবং অতিরিক্ত মহাপরিদর্শক (আইন-শৃঙ্খলা) সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, সাম্প্রদায়িক উত্তাপ ও সম্পত্তি লুটের অভিযোগে ধুলিয়ান ও সংলগ্ন এলাকাগুলোতে উত্তেজনা চলছে। প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।