মো. জাকিরুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নিবৃত পল্লী গোরকপুরে ধ্রুবতারা যুব সংঘের উদ্যোগে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৭.৩০ মি. এ গোরকপুর উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মো. মেহেদী হাসান এর সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় ধুরাইল ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু সিদ্ধিক এবং সম্পাদক সায়দুর রহমান বিএসসি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা যায়, মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।