বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার দুর্গাপুজো নিয়ে শুনানি ছিল। তারপরই আদালত নয়া নির্দেশিকা জারি করল। বলা হয়েছে, দু’টো টিকা এবং মাস্ক পরা থাকলে পুজোর যে কোনও কাজে অংশগ্রহণ করা যাবে।
দু’টি টিকা নেওয়া থাকলে অঞ্জলি দেওয়া যাবে। এমনকি নির্দ্বিধায় সিঁদুর খেলাতেও অংশ নিতে পারবেন দর্শনার্থীরা। বড় মণ্ডপে সর্বাধিক ৪৫ জন দর্শনার্থী ঢুকতে পারবেন। ছোট মণ্ডপে একসঙ্গে ১০ থেকে ১৫ জন ঢুকতে পারবেন বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট।