
দিঘার নতুন জগন্নাথ মন্দির ঘিরে এবার মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। আইনজীবী কৌস্তভ বাগচী এই মন্দির নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, মন্দিরের ট্রাস্টে অনুদান দিলে কর ছাড়ের কথা বলা হচ্ছে, অথচ সেই ট্রাস্টের ঠিকানা হিডকো অফিস দেখানো হচ্ছে।
কৌস্তভ বাগচির প্রশ্ন, “সরকার কীভাবে মন্দির তৈরি করতে পারে? যদি এটি সরকারিভাবে হয়, তাহলে কর ছাড়ের সুবিধা দেওয়া কেন? আবার যদি এটি বেসরকারি ট্রাস্ট হয়, তাহলে সরকারি দপ্তরের ঠিকানা ব্যবহার কেন?” এই সমস্ত বিষয়ে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে। বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক ও সামাজিক মহলে তুমুল হইচই চলছে।