
রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে বলেন, ‘রাস্তা যখন খারাপ ছিল, তখন কেন আপনাকে দেখা যায়নি? এখন উদ্বোধনী করতে চলে এসেছেন!’ এরপরেই শুরু হয় বাগবিতণ্ডা। দিলীপ ঘোষ মেজাজ হারিয়ে মহিলাকে উদ্দেশ্য করে কথা প্রসঙ্গে বলে ওঠেন, ‘গলা টিপে দেবো। তোর বাপকে গিয়ে জিগেশ করো’

ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রাস্তা উদ্বোধনের সময়। এরপরে ঘটনাস্থলে তীব্র উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একজন জনপ্রতিনিধির মুখে এমন কুরুচিকর মন্তব্য ভালোভাবে গ্রহণ করছে না এলাকাবাসী।