দিলীপ একটা ভন্ড, মানুষ আমাকে শিল্পী বানিয়েছে বিজেপি নয়,গেরুয়া ছেড়ে বাম শিবিরে যোগ দিলেন রূপা

 

 

 

বিজেপি ত্যাগ করলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। আর দলত্যাগ করেই ফেসবুক পোস্টের মাধ্যমে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন। বললেন, ‘দিলীপ ঘোষ ভণ্ড।’১৯-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রূপা ভট্টাচার্য। তবে সম্প্রতি শোনা যায়, তিনি সিপিআইএম-এ যোগ দিয়েছেন। যা নিয়ে বেশ সমালোচনাও শুরু হয়। তবে এদিন ফেসবুকে রূপা সাফ .জানিয়ে দেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

 

অভিনেত্রীর কথায়, “দিলীপ ঘোষ ভন্ড।” পদ্ম শিবিরের রাজ্য সভাপতির রগড়ে দেব মন্তব্যে রূপার হুঁশিয়ারি, “একটা কথা ভুলবেন না! আমায় শিল্পী আপনি বা বিজেপি বানায়নি। মানুষ বানিয়েছে। তাদের প্রতি সৎ এবং দায়বদ্ধ আমি থাকবো-ই।”দিলীপ ঘোষকে একহাত নিয়ে রূপা ভট্টাচার্য আরও যোগ করলেন, আপনি দিল্লিতে যখন মঞ্চে আমার গলায় উত্তরীয় পরিয়ে বিজেপিতে বরণ করেছিলেন যার ফুটেজ সব মিডিয়া হাউস বারবার দেখায়, তখন আপনার সহজ-সরল আপ্যায়নে মনে হয়েছিল আপনি আর যাই হন ভন্ড নন। আমি এবং আমার সঙ্গে ওই মঞ্চে উপস্থিত সব শিল্পী বন্ধুদের মনে হয়েছিল বিজেপি আমাদের সম্মান করে। আর করবে নাই বা কেন? আমরাই প্রথম একঝাঁক শিল্পী যাঁরা সাহস করেছিলাম শাসক দলের বিরুদ্ধে গিয়ে আপনাদের পাশে দাঁড়াতে। তার আগে হাতে গোনা কয়েকজন ছিলেন। আর প্রথম এই সাহস দেখিয়েছিলেন, বলাই বাহুল্য আমাদের শিল্পীদের সাপোর্ট রূপা গঙ্গোপাধ্যায় দি। আমরা দল বেঁধে যোগ দেওয়ার পরেই কিন্তু রাজ্যের শাসক দল এবং বুদ্ধিজীবী সমাজ বিষয়টায় গুরুত্ব দেওয়া শুরু করে। সেই অর্থে বলতে গেলে, এটাই ছিল রাজ্যে বিজেপির শিল্প-সংস্কৃতি মহলে গৃহপ্রবেশ। মনে রাখবেন, ২০১৯ সালের ১৮ জুলাই ওই সময় কিন্তু রাজ্যে বিজেপি হাওয়া ছিল না যে সবাই টিকেট বা ক্ষমতার লোভে গিয়েছিলাম।শেষে অভিনেত্রীর সাফ মন্তব্য, “আমি আর বিজেপির কেউ নেই। শিল্পীদের কদর করেননি তাতে আমাদের কিছু আসে যায় না। কিন্তু দলের কর্মীদের কদর করুন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন।”

Latest articles

Related articles