নিউজ ডেস্ক : কিছু দিন আগে পর্যন্ত বাবুল বিজেপি-তেই ছিলেন। গত ১৮ সেপ্টেম্বর তিনি তৃণমূলে যোগ দেন। শনিবার পুরনো দলের রাজ্য সভাপতি সম্পর্কে বলতে গিয়ে বাবুল বলেন, ‘‘রাজনীতির লোকেদের দলে নেওয়ায় সমস্যা নেই। কিন্তু আমি জানতেই পারছি না, দিলীপদা আসানসোল গিয়ে কয়লা মাফিয়াদের দলে নিচ্ছেন। প্রকাশ্যে তার বিরোধিতা করেছি। আজ তাঁরা কোথায়?’’
বাবুল তাঁর বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন, দিলীপকে রাজনৈতিক কারণে শ্রদ্ধা করলেও, তাঁর আলটপকা মন্তব্য মোটেও পছন্দ করতেন না তিনি। বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবির ক্ষেত্রেও দিলীপের এই সব মন্তব্যই দায়ী বলে মনে করেন বাবুল। তিনি বলেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন, গিয়ে বারমুডা পরুন! এ রকম মন্তব্যকে কী করে সমর্থন করব। দেখা হলে হাসিমুখে কথা হয়, কিন্তু সেই হাসিতে ব্যঙ্গ ঠাঁসা থাকে।’’
বাবুল সুপ্রিয় আরও বলেন, ‘দিলীপ দা আলটপকা মন্তব্য না করলে বাংলায় বিজেপি ৭৭ আসন নয়, অনেক বেশি আসন জিততে পারত, তা ইতিহাস বিচার করবে। দিলীপ দার ভাষাবোধ কোনওদিন ভাল লাগেনি।’