প্রতিবন্ধীকে ধর্ষণ! উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদ সভার ডাক সমস্ত প্রতিবন্ধী সংগঠনের

মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক:কিছুদিন আগেই মুর্শিদাবাদের ইসলামপুর থানার হুর্ষি অঞ্চলের ঘুঘু পাড়া গ্রামের এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষনের অভিযোগে ওঠে উক্ত অঞ্চলের প্রধানের ভাইয়ের বিরুদ্ধে ।

উক্ত ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, প্রতিবন্ধীদের দাবি ছিল যে, ওই ব্যাক্তির উপযুক্ত শাস্তি হোক। কিন্তু বেশ কিছুদিন পার হয়ে গেলেও , প্রতিবন্ধী নাবালিকার পরিবার নায্য বিচার পাইনি বলে আজ জেলার সমস্ত প্রতিবন্ধীরা ইসলামপুর বস্টান্ডে প্রতিবাদ সভা করে।এবং তারা বলেন যদি এই নাবালিকা প্রতিবন্ধীর ধর্ষকের উপযুক্ত শাস্তি না হয় তাহলে তারা রাস্তায় শুয়ে প্রতিবাদ করবেন । তারা আরও জানান যে,”আজ যে নাবালিকা মেয়েটি ধর্ষিত হয়েছে তার হয়ে কোনো রাজনৈতিক দলই তাদের পাশে দাঁড়ায়নি । তাই যদি কোনো রাজনৈতিক দল তাদের কাছে ভোট চাইতে আসেন তারা কাউকেই ভোট দেবেন না”।

অবশেষে তারা ইসলামপুর থানায় একটি স্মারকলিপি জমা করেন এবং প্রশাসনের কাছে তারা আবেদন করেন যাতে ওই অভিযুক্তর উপযুক্ত শাস্তি হয় ।

Latest articles

Related articles