হাসিবুর রহমান, দক্ষিন ২৪ পরগনা:পুকুরে হাঁস নামা কে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে বিবাদ। আর বিবাদের জেরেএক যুবককে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। আহত যুবকের নাম ফরিদ মোল্লা (২৭)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার খাসকুমড়ো খালি গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পুকুরে হাঁস নামাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে বাঁধে তুমুল বিবাদ। আর সেই বিবাদ কে কেন্দ্র করে ফরিদ মোল্লা কে লাঠি ও রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এরপর ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই যুবক।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই যুবক। তদন্তে ক্যানিং থানার পুলিশ।