বার্নপুরে সুভাষপল্লি স্কুলে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে জেলাশাসক

আসানসোলের বার্নপুরের সুভাষপল্লি স্কুলে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো। মঙ্গলবার আসানসোল পৌরনিগমের উদ্যোগে এই শিবির করা হয়েছে। এদিনের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়ল। এর পাশাপাশি হিরাপুর থানার পুলিশও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, গত 16 ই আগস্ট থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্যের পাশাপাশি আসানসোলেও দুয়ারে সরকার শিবির চলছে। এদিন বার্নপুরের সুভাষপল্লি স্কুলে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে লক্ষী ভান্ডার প্রকল্পে মহিলারা আবেদন করেছেন।এই শিবিরে কেমন কাজ হচ্ছে তা খতিয়ে দেখতে আসেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল। এর পাশাপাশি মানুষদের কোনো সমস্যা হচ্ছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখেছেন।এমনকি মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় তারজন্য হিরাপুর থানার পুলিশও উপস্থিত ছিলেন।

Latest articles

Related articles