ইসলামপুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা,চাপান উতর দলের অন্দরেই 

এনবিটিভি ডেস্কঃ  মুর্শিদাবাদের ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধাণের বিরুদ্ধে অনাস্থা আনল দলেরই ১২ জন সদস্য। যা নিয়ে দলের মধ্যেই চাপান উতর শুরু হয়েছে। জানা গেছে ইসলামপুরের টেকারাইপুর,বালুমাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনী ঘোষের বিরুদ্ধে দূর্নীতি ও পরিষেবা না দেওয়ার একগুচ্ছ অভিযোগ তুলে দলের ১২ জন সদস্য। সোমবার রানীনগর-১ বিডিও অফিসে অনাস্থা প্রস্তাব জমা দেন। 

অনাস্থা প্রস্তাব পত্র ।

উল্লেখ্য, ঐ পঞ্চায়েতে মোট ২০ জন সদস্যের সকলেই তৃণমূল কংগ্রেসেরই ।ঐ পঞ্চায়েতের সদস্য আবু সাইদ বলেন, “সিংহভাগ সদস্য অনাস্থা প্রস্তাবে সই করায় প্রধান অপসারণ নির্বিঘ্নেই হবে বলে ।”

 প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর ঐ ব্লকের সকল পঞ্চায়েত গুলিই বিধায়ক সৌমিক হোসেন দ্বারা নিয়ন্ত্রিত হত। এই অনাস্থা আনায় দলের পক্ষান্তরে বিধায়কের প্রতিই অনাস্থা আনা হল বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অভিমত।

Latest articles

Related articles