বিধান পরিষদ নির্বাচনে গরক্ষোপুর থেকে প্রার্থী হলেন ডা: কাফিল খান

এনবিটিভি ডেস্ক: উত্তরপ্রদেশে সদ্য মিটেছে বিধান সভা ভোট। আবার ক্ষমতায় ফিরেছে গেরুয়া শিবির। আর বিধানসভার ভোট মিটতে না মিটতেই শুরু হয়েছে বিধান পরিষদ ভোটের প্রস্তুতি। উত্তরপ্রদেশ সহ ভারতের ৮ রাজ্যে হয় এই বিধান পরিষদের ভোট। উত্তর প্রদেশের বিধান পরিষদের আসন সংখ্যা ১০০ কিন্তু ৩৯ টি পদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রার্থী দেওয়া হয় আর বাকী পদ গুলিতে থাকে বিভিন্ন উচ্চ পদের আধিকারিকরা।

আর এই বিধান পরিষদের ভোটে সমাজবাদী পার্টির হয়ে গোরক্ষপুর থেকে প্রার্থী হলেন ড: কফিল খান।
ডা: কফিল খান দেশে চর্চিত অন্যতম নাম। জন দরদী শিশু ডাক্তার হিসাবেই পরিচিত কিন্তু ২০২০ সালে জনসমক্ষে NRC ও CAA এর বিরোধিতা করায় যেতে হয় জেলে এবং তার ওপর আরোপ করা হয় UAPA অ্যাক্ট। প্রায় দীর্ঘ ১ বছর কাটাতে হয় জেলে। সেখানে চরম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়।

কাল বুধবার সমাজবাদী পার্টির হয়ে গোরক্ষপুর থেকে প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এর আগে মঙ্গলবার অখিলেশ যাদব এর সাথে দেখা করে তাঁর হাতে তুলে দেন তার লেখা গোরক্ষপুর হসপিটাল ট্র্যাজেডি বিষয়ক বই। আগামী ৯ই এপ্রিল হবে ভোট গ্রহন আর ১২ এপ্রিল হবে ভোট গননা।

Latest articles

Related articles