নাটক একেবারেই চূড়ান্ত পর্যায়ে! মঞ্চে উঠেও গেরুয়া পতাকা হাতে নিলেন না কৃষ্ণেন্দু

নিউজ ডেস্ক : শেষ মুহূর্তে এসে এমন নাটক দেখতে হবে চিন্তাও করেননি কেউই। এ কেমন ধরনের নাটক? বিজেপির মঞ্চে উঠেও গেরুয়া পতাকা হাতে না নিয়ে ফিরে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু। গত কয়েকদিন থেকেই তার কেঁদে ভাসানোর নাটক দেখে আসছিল সোশ্যাল মেডিয়া। এখন সেটার চরম পর্যায়!

বিজেপির দাবি, ব্যক্তিগত কারণে বিজেপিতে যোগ দেননি ডানকুনির তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দু। বৃহস্পতিবার ডানকুনীতে বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি দিলীপ ঘোষ। প্রথাগত, তার হাত থেকে পতাকা নেওয়ার কথা ছিল ডানকুনি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কৃষ্ণেন্দুর।
কিন্তু অবাক কথা এই যে, মঞ্চে উঠেও গেরুয়া পতাকা হাতে না নিয়েই ফিরে গেলেন কৃষ্ণেন্দু। এ কেমন সিদ্ধান্ত?

কৃষ্ণেন্দুর দাবি, বিজেপিতে যোগ দিয়ে তিনি মঞ্চে ভাষণ দিতে চেয়েছিলেন। কিন্তু সে সুযোগ তাকে দেয়া হয়নি। তাই তিনি অপমান বোধ করেছেন।আর সেই কারণেই শেষ মুহূর্তেও বিজেপিতে যোগ দেননি তিনি।

Latest articles

Related articles