ডোমকল পৌর এলাকায় ও ব্লক স্তরে চলছে দুয়ারে সরকার

বিশ্বজিৎ কর্মকার, ডোমকল: রঘুনাথপুর প্রাইমারি স্কুল, হারুরপাড়া প্রাইমারি স্কুল-সহ বিভিন্ন ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প পরিদর্শন করলেন ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী। মানুষের সুবিধা অসুবিধা বুঝে নিজে হাতে ফর্ম বিলি করেন তিনি।

দুয়ারে কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মানুষের অসুবিধা হলে আমাদের জানাবেন, বলেও আশ্বাস দেন তিনি।

মানুষ যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় তার তদারকি করে দেখছেন এবং নিজে হাতে কাজে লাগিয়েছেন ডোমকল ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নরাবুল হক নিজে।

Latest articles

Related articles