আজ থেকে ১৫ই মে অবধি বন্ধ রাখা হবে যাবতীয় বিনোদন পার্ক,বন্ধ থাকবে যাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

BL26_EAST_SCIENCE_CITY

বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী দেশে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ২ লাখ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দ্রুত। সবদিক বিবেচনা করেই শহরের দর্শনীয় স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ থেকে ১৫ই মে অবধি বন্ধ রাখা হবে যাবতীয় বিনোদন পার্ক। বন্ধ থাকবে যাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, সায়েন্স সিটি এবং বিড়লা প্ল্যানেটোরিয়াম। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই আবার ভেবে দেখা হবে, এমনটাই জানানো হয়েছে সরকারি তরফে। কিছুদিন আগেই ভিক্টোরিয়ার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানিয়েছিলেন, তাঁরা মিউজিয়াম বন্ধের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজভবনের অনুমতি চেয়েছেন। ভিক্টোরিয়ায় কেবল বাগানটুকুই খোলা রাখা হয়েছিল এতদিন। আজ থেকে পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করলেন কর্তৃপক্ষ। সায়েন্স সিটি সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। ভিড় এড়াতে কমিয়ে দেওয়া হয়েছিল টিকিট বিক্রির হারও। শো পিছু ৬০% এর বেশি টিকিট বিক্রি করা হচ্ছিল না অনেকদিন। নির্দিষ্ট সময় অন্তর গোটা চত্ত্বর স্যানিটাইজ করা হয়েছে নিয়মিত। তবু, যে হারে সংক্রমণ বাড়ছে আর কোনও ঝুঁকি নেওয়া সম্ভব নয়। তাই পুরোপুরি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর