সকাল তখন ১১ টা প্রায়। পুরোদমে চলছে স্কুল। হঠাৎ এক এক করে স্কুলের পড়ুয়ারা জ্ঞান হারাতে শুরু করে।অবাক করার মত অজ্ঞান হয়ে পড়েন কয়েক জন শিক্ষক-অশিক্ষক কর্মীও। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে।
পুলিশ সূত্রে খবর, কেঙ্গেরু শহরতলি এলাকায় ওই বেসরকারি স্কুলের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণির কয়েক জন পড়ুয়া হঠাৎ করেই কয়েক মিনিটের মধ্যেই পর পর অজ্ঞান হয়ে পড়েছিল।একইভাবে কয়েকজন কর্মীও অজ্ঞান হয়ে পড়েন।সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সকলেই দ্রুত সুস্থ হয়ে গিয়েছেন।
উল্লেখ্য, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোনও প্রকার গ্যাস লিকের কারণেই এমন ঘটেছে। এমনকি স্কুল ক্যান্টিনের কেটারিংয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থার ঘর থেকেই গ্যাস লিক করেছিল বলেও মনে করেছে অনেকে। তবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এমন কোনও ঘটনা তাঁদের নজরে আসেনি।