নারদ কাণ্ডে দুই মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। চার্জশিটে নাম রয়েছে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র,প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জা।
নারদ কাণ্ডে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ফের তদন্তের আরজি জানিয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জাকে ফের তলব করা হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। তবে বাকি তিনজনকে চার্জশিট পাঠানো হবে বিধানসভার স্পিকারের মাধ্যমে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে আসে নারদ কাণ্ডের ভিডিও। ম্যাথু স্যামুয়েলের এই স্টিং অপারেশন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে। তারপর হাই কোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। পরবর্তীতে তদন্তভার পায় ইডিও। মূলত টাকা লেনদেন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে তদন্ত করছিল ওই সংস্থা। বুধবার এই মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডির।