জেলমুক্তির পরেও বিপাকে অনুব্রত মন্ডল,
প্রায় ২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ।
গরুপাচার মামলায় জেলমুক্তির পরেও বিপাকে অনুব্রত মন্ডল। বীরভূমের একসময়ের প্রভাবশালী নেতার শনিরদশা যেন কিছুতেই কাটছেনা।
প্রায় ২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল আবার ইডি।
অনুব্রত-সহ ঘনিষ্ঠদের ৩৬টি অ্যাকাউন্টও এজেন্সির হেফাজতে।
নতুন করে আবারও ইডি-সিবিআই এর আতস কাঁচের নীচে কেষ্ট ।