গোলাম হাবিব,মালদাঃ এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। শোয়ার ঘর থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে, পুরাতন মালদা থানার চর কাদিরপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে , মৃত ব্যক্তির নাম শংকর মন্ডল (৪৪)। তিনি পেশায় নলকূপ বসানোর কাজ করতেন। এদিন সকালে স্ত্রী পুষ্প মন্ডলকে টাকা দিয়ে বাজারে পাঠায় শংকর মন্ডল। এরপরই স্ত্রী পুষ্পদেবী বাড়িতে এসে দেখেন শোবার ঘরে তার স্বামী গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। আচমকাই কিভাবে তার স্বামীর এই মৃত্যুর ঘটনাটি ঘটলো তাতে রীতিমতো অবাক মৃতের পরিবার।
এরপর ঘটনাস্থলে হাজির হয় পুরাতন মালদা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ ও হস্পিতালে। ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।