আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু মানুষের অভিযোগের শেষ নেই। রাজ্যের মন্ত্রী থেকে নেতা অনেকেই অনেক উল্টোপাল্টা মন্তব্য করেছেন মাদ্রাসা নিয়ে। কিন্তু সেসব মন্তব্যের সত্যতা কতটা! মাদ্রাসা নিয়ে ফ্যাক্ট চেকের প্রথম পর্ব আজ।
১) বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারী মাদ্রাসাতে প্রায় ১৬% অমুসলিম শিক্ষার্থী পড়াশোনারত এবং উল্লেখযোগ্যভাবে এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১১%। যা মাত্র তিন বছরে প্রায় ৫% বৃদ্ধি পেয়েছে এবং এই ১৭% শিক্ষার্থীর বেশিরভাগের পরিবারের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট নিম্নমানের। তাই মাদ্রাসা এই সমস্ত শিক্ষার্থীর কাছে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম। (সূত্রঃ wbbme.org)
২) পশ্চিমবঙ্গের একাধিক মাদ্রাসায় অমুসলিম শিক্ষার্থীর সংখ্যা মুসলিম শিক্ষার্থীর থেকে বেশি। উদাহরণ স্বরুপ উত্তর দিনাজপুরের কসবা এম এম হাই মাদ্রাসা, কোচবিহারের একমুখা সাফিয়াবাদ হাই মাদ্রাসা, বর্ধমানের ওড়গ্রাম হাই মাদ্রাসা, পশ্চিম মেদিনিপুরের চন্দ্রকোনা ইসলামিয়া হাই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলিতে অমুসলিম শিক্ষার্থীর সংখ্যা ৫৭-৬৪%। (সূত্র: হিন্দুস্তান টাইমস)
৩) প্রায় প্রত্যেক বছর মাদ্রাসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক অমুসলিম শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নেন। উদাহরণস্বরূপ ২০১৯ সালে ৩ জন মেয়ে অর্পিতা সাহা, সাথী মোদক এবং পিউপিয়া সাহা দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিলেন। (সূত্র: thehindu.com)
(কোন খবর নিয়ে আপনার কি সন্দেহ রয়েছে, যাচাই করাতে চান আমাদেরকে দিয়ে? তাহলে পাঠিয়ে দিন আমাদের। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে এখানে ক্লিক করুন)