যৌন অপরাধের দায়ে ১০৭৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন তুরষ্কের এক ভন্ড ধর্মপ্রচারক

সাইফুল্লা লস্কর : যৌন অপরাধের দায়ে তুরস্কের এক ধর্মপ্রচারককে ১০৭৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করল তুরস্কের আদালত। সাজাপ্রাপ্ত ওই ৬৪ বছর বয়সের ব্যক্তিটির নাম আদনান আক্তার। ২০১৮ সালে নারী ও শিশু দের উপর যৌন নির্যাতন চালানো ও বিভিন্ন জালিয়াতির কারণে গ্রেফতার হন ইস্তানবুল অপরাধ দমন শাখার পুলিশের হতে। এরপর থেকেই টানা আড়াই বছর ধরে এই মামলা চলছিল, গত সোমবার তার রায় ঘোষণা করে তুরস্কের উচ্চ ফৌজদারি আদালত।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আদনান ওআক্তার নামক ওই ভন্ড ব্যাক্তিটি বিভিন্ন টিভি শোতে ইসলামিক বক্তব্য দিতেন। মূলত, তিনি একজন ধর্ম প্রচারক হিসেবে খ্যাত ছিলেন। তার প্রকৃত নাম ইয়াহিয়া। বিভিন্ন টিভি শো ছাড়াও তিনি বহু টকশোতেও লোক দেখানো ইসলাম ধর্ম প্রচারের কার্যক্রম চালাতেন।

এইসব ইসলামিক কার্যক্রমের পাশাপাশি তিনি সুন্দরী ও স্বল্প পোশাক পরিহিতা নারীদের সঙ্গে নাচ গানও করতেন। এছাড়াও তাদেরকে(স্বল্প পোশাক পরিহিতা নারী) তিনি আদর করে নিজের “বিড়ালছানা” বলেও অভিহিত করতেন।

Latest articles

Related articles