সুরজিৎ দাস, নদিয়াঃ ফের চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতদেহ নিয়ে নার্সিংহোমে বিক্ষোভ দেখালো মৃতের পরিজনেরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার ফুলিয়াতে ।
জানা গিয়েছে, গত কয়েকদিন আগে ফুলিয়ার বাসিন্দা মল্লিকা বসাক তার পেটে টিউমার নিয়ে স্থানীয় গাইনেকোলজিস্ট ড: সৈকত সরকারের চেম্বারে দেখালে সেখানে বেশ কয়েকদিন চিকিৎসা করার পর সুরাহা না হওয়ায় অপারেশনের সিদ্ধান্ত নেয় ঐ ডাক্তার । তখন ঐ ডাক্তার একটি বেসরকারি নার্সিং হোমে অপারেশনের কথা জানালে ঐ নার্সিং হোম জানায় সেখানে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা হয় না । তারপরই রাণাঘাটের অন্য একটি বেসরকারি নার্সিং হোমে অপারেশনের জন্য ভর্তি করা হয় রুগিকে । সেখানে সমস্ত পরিক্ষা করে অপারেশন করার পর কিছুক্ষন ভালো থাকলেও তারপরই আরো বেশি অসুস্থ হতে থাকে ওই রুগি। তারপরই সেই রুগিকে রেফার করা হয় কলকাতার আর জি কর হাসপাতালে । অভিযোগ,সেই সময় সমস্ত রকম কাগজ পত্র রুগি পরিবার চাইলেও কোনো কাগজপত্র ঐ ডাক্তারের তরফ থেকে দেয়নি বরং বলা হয়েছে ফোনে আমি বলে দিচ্ছি আপনারা আমার নাম বললেই ভর্তি হয়ে যাবে ।পরে রুগির পরিবার আর জি করে রুগি নিয়ে গেলে তারা ঐ ডাক্তারের পরিচয় দিলে ভর্তি নেয় আর জি কর ।
সেখানে আবার অপারেশন করতে বলা হয় রুগিকে।সেখানে প্রায় ৮ ঘন্টা অপারেশনের পর বলা হয় আগের যে নার্সিং হোমে অপারেশন করা হয় সেখানে ভুল অপারেশন করা হয়েছে যার ফলেই ওনাকে বাঁচানো সম্ভব নয় । পরে মৃত্যদেহ নিয়ে রানাঘাটের নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় রুগি পরিবার । অভিযোগ, সেখানে রুগি পরিবারকে মারধরও করা হয় নার্সিংহোমের পক্ষ থেকে ।যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, আমাদের এই ব্যাপারে কোনো কিছু জানা নেই ,অপারেশন থিয়েটরে কি হয়েছে সেটা শুধু ডাক্তার বাবু বলতে পারবেন । ঐ এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী জানান, “আমরা পুরো ব্যাপারটি জানি যেটুকু জানা গেছে ঐ ডাক্তার সৈকত সরকার ভুল অপারেশন করেছেন যার জন্যই এই রকম ভাবে অসময়ে চলে যেতে হলো । আমরা স্বাস্থ্য দপ্তরকে জানাবো যাতে ঐ ডাক্তারের কঠোর শাস্তি হয়”।