দোল ও শবেবরাতের আগে অভিনব উদ্যোগ ডোমকল গ্রামের আরক্ষা আধিকারিকদের

বিশ্বজিৎ কর্মকার, মুর্শিদাবাদ:একদিকে শবেবরাত অপরদিকে হোলি উৎসব অর্থাৎ বসন্ত উৎসব কে সামনে রেখে অভিনব উদ্যোগ ডোমকল মহকুমার
আরক্ষা আধিকারিকদের।

আজ ডোমকল মহাকুমার আরক্ষা আধিকারিকরা বেশকিছু বাড়িতে গিয়ে বৃদ্ধ মায়েদের হাতে হোলির আবীর ও মিষ্টির প্যাকেট তুলে দেয়।তার সঙ্গে স্বচ্ছ ডোমকল গড়ে তুলবার বার্তা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেন,

তারা চান সর্বস্তরের মানুষ সব সময় সুস্থ থাকুক ভালো থাকুক নিরাপদে থাকুক এই হচ্ছে তার মূল মন্ত্র এবং আগামীর যৌথ উৎসবকে সম্মান জানিয়ে মহকুমা বাসিকে অভিনন্দন যাপন করেন আরক্ষা আধিকারিকরা।

Latest articles

Related articles