থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ এক স্বাস্থ্য কর্মীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20220317_185740

সুরজিৎ দাস, নদীয়া:মরণব্যাধি থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিতে দেখা গেল একজন স্বাস্থ্যকর্মীকে। নদীয়ার নবদ্বীপ ব্লাড ব্যাংকের কর্মী তরুন মাঝিকে।

তরুণ মাঝির উদ্যোগে আজ বৃহস্পতিবার নবদ্বীপ ধাম স্টেশন থেকে চলন্ত লোকাল ট্রেনে থ্যালাসেমিয়া ব্যাধি সম্পর্কে সাধারণ রেলযাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করলেন কয়েকজন সমাজ সেবী। নবদ্বীপ রেলস্টেশন থেকে চলন্ত লোকাল ট্রেনে প্রচার করতে করতে তাঁরা প্রথমে গিয়ে পৌঁছবে নলহাটিতে। সেখানে প্রচার সেরে তাঁরা গিয়ে পৌঁছাবেন সতীপীঠ তারাপীঠে। সেখানেই সাধারন মানুষ জনের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বার্তা তুলে ধরেন সমাজসেবী তরুণ মাঝি ও তার সহযোগীরা।

এরপর ফের তারা একই ভাবে প্রচার করতে করতে ফিরে আসবেন নবদ্বীপে, বলে জানান প্রচার অভিযানের উদ্যোক্তা তরুণ মাঝি সহ তার সমাজসেবী সহযোগীরা। “থালাসেমিয়া ব্যাধি সম্পর্কে সাধারণ মানুষ জনকে আরো বেশি করে সচেতন করে তোলা সহ সমাজের বুকে এই ব্যাধিকে নিয়ন্ত্রণ করাই তাদের একমাত্র লক্ষ্য” বলে জানান সমাজসেবী ও স্বাস্থ্যকর্মী তরুণ মাঝি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর