স্বাস্থ্যজনিত সমস্যার কারণে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন শ্রীনগরের বিদায়ী সাংসদ তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা।
এই তথ্য নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ফারুকের ছেলে ওমর আবদুল্লা।
শ্রীনগরের রাওয়লপোরা এলাকায় ন্যাশনাল কনফারেন্সের কর্মিসভায় ওমর বলেন, ‘‘আমাদের নেতা ফারুক আবদুল্লা স্বাস্থ্যের কারণে লোকসভা ভোটে লড়বেন না। তিনি এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক আলি মহম্মদ সাগর-সহ অন্য নেতাদের অনুমতি নিয়েছেন।’’
উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে ২০১৯ পর্যন্ত মোট চার বার শ্রীনগর থেকে সাংসদ হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক। তাঁর ছেলে ওমর তিন বার।
এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে কাশ্মীর উপত্যকার তিনটি আসন— শ্রীনগর, বারমুলা এবং অনন্তনাগ বিজয়ী হয়েছিল ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স।