স্বাস্থ্য সমস্যার জন্যে লোকসভা ভোটে লড়বেন না ফারুক আবদুল্লা

স্বাস্থ্যজনিত সমস্যার কারণে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন শ্রীনগরের বিদায়ী সাংসদ তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা।

এই তথ্য নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ফারুকের ছেলে ওমর আবদুল্লা।

শ্রীনগরের রাওয়লপোরা এলাকায় ন্যাশনাল কনফারেন্সের কর্মিসভায় ওমর বলেন, ‘‘আমাদের নেতা ফারুক আবদুল্লা স্বাস্থ্যের কারণে লোকসভা ভোটে লড়বেন না। তিনি এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক আলি মহম্মদ সাগর-সহ অন্য নেতাদের অনুমতি নিয়েছেন।’’

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে ২০১৯ পর্যন্ত মোট চার বার শ্রীনগর থেকে সাংসদ হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক। তাঁর ছেলে ওমর তিন বার।

এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটে কাশ্মীর উপত্যকার তিনটি আসন— শ্রীনগর, বারমুলা এবং অনন্তনাগ বিজয়ী হয়েছিল ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স।

Latest articles

Related articles