উজ্জ্বল দাস, আসানসোলঃ আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কর্পোরেশন মোড়ে যাত্রী তোলা নিয়ে টোটো ও অটো চালকের মারামারির ঘটনা ঘটল সোমবার। এই ঘটনায় মহম্মদ নৌসাদ নামে এক অটো চালক আহত হয়েছেন।
জানা গিয়েছে, এদিন আসানসোল কর্পোরেশন মোড়ে অটো স্ট্যান্ডের সামনে টোটোয় যাত্রী বসানোকে কেন্দ্রে করে টোটো ও অটো চালকের মধ্যে বিবাদ হয়।অভিযোগ, এরপর অটো চালককে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। উপস্থিত হন INTTUC নেতা রাজু আলুওয়ালিয়াও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আসে। আহত অটো চালক মহম্মদ নৌসাদকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।