
ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি দপ্তরে অভিযান করে, এসএসসি দপ্তরের সামনেই বিক্ষোভে বসলেন চাকরি হারারা। তালিকা প্রকাশের আগে এসএসসিকে রাখতে চাইছে চাকরি হারারা। এরই মধ্যে পুলিশি বাধার শিকার হলেন আন্দোলনকারীরা। অবশেষে কি আজকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে পারবে এসএসসি? উঠছে প্রশ্ন।