
সেনা কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ, জব্বলপুর হাইকোর্টের নির্দেশে।
‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর কর্নেল কুরেশি সারা দেশে প্রশংসিত। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সেনার সাফল্যের কথা সামনে আনেন। কিন্তু সেনা কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়েই আপত্তিকর মন্তব্য করেন মন্ত্রী বিজয় শাহ। তিনি বলেন, ‘‘মোদিজি জঙ্গিদের শিক্ষা দিতে তাদের বোনকে বিমানে করে পাঠিয়েছিলেন।’’ তার এই মন্তব্য ঘিরে শুরু হয় প্রবল বিতর্ক।

এই ঘটনার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা নেয় হাইকোর্ট। বিচারপতির ডিভিশন বেঞ্চ মধ্যপ্রদেশ পুলিশের ডিজিকে মন্ত্রীর বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়েরের নির্দেশ দেয়। অন্যদিকে চাপে পড়ে মন্ত্রী বিজয় শাহ প্রকাশ্যে ক্ষমা চান। তবু ও বিতর্ক থামেনি এবং সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তীব্র সমালোচনা।