আজ সকালে ভয়াবহ অগ্নিকান্ডের কবলে পড়ল কলকাতা শহর। কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্ক এলাকার ঝুপরিতে সকাল ৮ টা নাগাদ আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভস্মীভূত হয়ে যায় প্রায় ৫০টি ঝুপড়ি।
তবে ঐ ঝুপড়ি গুলিতে বসবাসকারি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনা গিয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের ৭ টা ইঞ্জিন উপস্থিত হয়েছে। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকার ফলে আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরেছিল। কলকাতা পুলিশ এখনও আগুন লাগার সঠিক কারণ জানার চেষ্টা করছে।
Related articles