সাতসকালে মেয়েকে নিয়ে নিজের ওয়ার্ডে পুর ভোটের প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম

কলকাতাঃ সাতসকালেই মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটের প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম। ববিকে কাছে পেয়ে উৎসাহিত এলাকার মানুষজন। সাতসকালেই আবাল-বৃদ্ধ-বনিতারা তাঁদের কাছের মানুষ, কাজের মানুষের প্রতি স্নেহ -ভালোবাসা প্রকাশ করলেন।

এদিন প্রচারে নেমে ফিরহাদ হাকিম সাফ জানালেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ নতুন মুখকে সামনে এনেছেন। তরুণ সমাজই দেশের ও জাতির ভবিষ্যৎ। আগামী দিনে তাঁদের হাতেই থাকবে কলকাতা পুরসভা চালানোর দায়িত্ব। আমাদের বয়স হয়ে গেছে।  আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে একদিকে যেমন কলকাতা পুরসভা চালাবো,  অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মকে আগামী দিনে পুরসভা কিভাবে চালাতে হয়, তা শেখাবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা, তা বাস্তবায়িত করাই আমাদের লক্ষ্য।”  তাঁরা সারাজীবন পদ আঁকড়ে পড়ে থাকবেন না বলেও জানান তিনি।

Latest articles

Related articles