ক্যানিংঃ ক্যানিংয়ের মাতলা ব্রিজে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মৎস্য ব্যবসায়ীর। মৃতের নাম প্রফুল্ল রাউত (৪২)।
জানা গিয়েছে, ক্যানিং থেকে প্রতিদিনের ন্যায় রবিবারও ভোর রাতে বাসন্তী থানার হাড়ভাঙ্গি থেকে ক্যানিং বাজারে মাছ কিনে বাড়ি ফেরার পথে মাতলা ব্রিজের উপর তার বাইকের পিছনে একটি ট্রাক ধাক্কা মারে। এরপরই ঘটনাস্থলে পড়ে গেলে তাঁর শরীরের উপর দিয়ে চালক ট্রাকটি চালিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এর ফলে ব্রিজের ওপর প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী ও ক্যানিং থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায়। পুলিশ গাড়িটি আটক করলেও গাড়ির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
তবে এলাকার মানুষেরা দাবি করে বলেন, প্রায় দিনই এই মাতলা ব্রিজে দুর্ঘটনা ঘটে। আরও নজরদারি বাড়াতে হবে এবং এই ব্রিজে সিসি ক্যামেরা লাগাতে হবে।