এনবিটিভি,নিউটাউন: নিউটাউন বালিগড়ি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট রবিবার আয়োজন করা হয় নিউ টাউন তৃণমূল যুব ও মাদার দলের পক্ষ থেকে। এই টুর্নামেন্টের ডবল বুলেট বাইক ও একটি স্কুলের খেলা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস, অভিনেতা তথা বিধায়ক সোহম চট্টোপাধ্যায়। মন্ত্রী সুজিত বোস শুভ সূচনা করে টুর্নামেন্টের। এই টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, দক্ষিণ ২৪ পরগনা সংখ্যালঘু সেলের সভাপতি আলী শেখ, হাড়োয়া সেলের বিধায়ক আব্দুল খালেক সহ প্রমুখরা। এদিন টুর্নামেন্ট চত্বরে সকলের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।
Popular Categories