এনবিটিভি ডেস্ক, হাওড়া: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে ও হাওড়া জেলার বাউড়িয়া শাখা কমিটির সহযোগিতায় প্রায় ১,০০০ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহ সম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দিকী আল কোরাইশী সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাখা কমিটির সম্পাদক হাজি ইব্রাহিম সাহেব, বাউড়িয়া শাখা কমিটির সদস্যবৃন্দ সহ থানা কমিটির নেতৃত্বরা। বলা বাহুল্য ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের এই শিক্ষামূলক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। শিক্ষা সামগ্রী হাতে পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা।