রণগ্রাম ব্রিজ চালুর দাবি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন গণসংগ্রাম মঞ্চ

জৈদুল সেখ, কান্দি: কান্দির রনগ্রাম সেতুর কাজ অবিলম্বে শুরু করা এবং অবিলম্বে সেতুর উপর দিয়ে বাস চলাচলের বিকল্প ব্যবস্থা করার দাবিতে এবার আন্দোলনে নামতে চলেছে গণ সংগ্রাম মঞ্চ।

শনিবার কান্দি ব্লক এর কাছে অবস্থিত গণসংগ্রাম মঞ্চের অফিসে মঞ্চের সদস্যরা এক সাংবাদিক বৈঠক করে পরিষ্কারভাবে জানিয়ে দেন, প্রশাসন এই ব্রিজ তৈরি করতে শুধু অভিনয় করছে। আসলে কিসের জন্য এই ব্রিজের কাজ বন্ধ, কবে কাজ শুরু হবে, কবে শেষ হবে কারো কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। প্রশাসন অবিলম্বে রনগ্রাম সেতুতে বাস চলাচলের ব্যবস্থা করুক, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন গণসংগ্রাম মঞ্চের সদস্যরা।

Latest articles

Related articles