জো বিডেনের ক্যাবিনেটে নজির। আমেরিকায় প্রথম সমকামী ব্যক্তি হিসেবে মন্ত্রী হলেন পেটে বাট্টিগিগ। গতকাল, মঙ্গলবার তাঁকে পরিবহণ সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত মাসে তার মনােনয়নের শুনানিতে বাট্টিগিগ শপথ করেছিলেন যে তিনি পরিবহণে নতুন চাকরি সুযােগ করে দেবেন এবং দেশের অর্থনীতির উন্নয়নে সমস্তরকম সাহায্য করবেন। এই পদের জন্য নাম ছিল আরও এক জনের। ভােটিংয়ে ৮৬-১৩ ব্যবধানে জিতে পরিবহণ সচিব হলেন বাট্টিগিগ।