এনবিটিভি, ওয়েব ডেস্ক: ভোট শেষ হওয়ার পর গ্রামে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতারা। গো-ব্যাক স্লোগান শুনে ফিরতে হল তাঁদের।
বীরভূমের ময়ূরেশ্বরের একটি বুথে শনিবার ভোট চলাকালীন হিংসা ছড়ায় বলে অভিযোগ তুলে রবিবার তার ‘তদন্তে’ যান বিজেপির নেতারা। বিজেপির রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মণ্ডল, বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল এদিন দুপুরে এলাকায় যান। তাঁদের ঘিরে ধরে, গো-ব্যাক স্লোগান তুলে কার্যত তাড়িয়ে দেন গ্রামবাসীরা। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা। অভিযোগ তোলেন, বিজেপি নেতারা গ্রামে অশান্তি ছড়াতে গিয়েছেন।