রাজিয়া সুলতানা স্টাফ রিপোর্টারঃ
আমরা গভীরভাবে শোকাহত –
এক কালের তুখোড় ছাত্রনেতা থেকে রাজনীতিবিদ অতঃপর শিক্ষাঙ্গনের একজন আদর্শিক শিক্ষক – শিক্ষাবিদ অধ্যাপক আহমেদ হোসেন, সাবেক চেয়ারম্যান, দিনাজপুর শিক্ষা বোর্ড, দিনাজপুর। তিনি গত রাত আনুমানিক ১২.৩০ মিনিটে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে জলঢাকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের ১ম নামাজে জানাজা আজ সোমবার বাদ জোহর জলঢাকা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ২য় নামাজে জানাজা বাদ আসর কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
অধ্যক্ষ আহমেদ হোসেনের বাড়ী জলঢাকা উপজেলার পৌরশহরের কাজিরহাট তিনকদম এলাকায়। তার দুই ছেলে এবং এক মেয়ে
আমরা সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
আমিন।