( শামীম সরকার ) কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর গোবিন্দপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে গরীব-অসহায় মো.সাইফুল ইসলামের গোয়াল ঘরে ২ জুন রাত আনুমানিক ১ ঘটিকার সময় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে থাকা ৯ মাসের গর্ভবতী ১ টি গাভী, ১ ষাঁড় গরু ও ছাগল সহ সবকিছু পুড়ে ছাই হয়েগেছে। ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম ও স্থানীয় এলাকাবাসী জানান গরু ছাগল ঘরসহ আনুমানিক ৫/৬লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবু জানান সাইফুল অতিদরিদ্র একজন মানুষ। এ সময় তিনি বলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস। ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল কাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর সরেজমিনে পরিদর্শন কালে বলেন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করব। তিনি আরো বলেন উপজেলা নির্বাহি অফিসারের সহযোগিতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা পায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আশ্বাস প্রদান করেন।