
উত্তরপ্রদেশের আজমগড়ের একটি ছোট গ্রামে বাস করেন গুলাব যাদব। প্রতিবছর রমজানের পবিত্র মাসে, তিনি গভীর রাতে গ্রামবাসীদের সেহরি খাওয়ার জন্য ডাক দেন। তিনি সকল সম্প্রদায়ের মানুষদের জন্য এই কাজ করেন, যা সম্প্রীতির এক সুন্দর উদাহরণ সৃষ্টি করেছে।

গুলাব যাদব বলেন, “আমি যেখানে থাকি না কেন, রমজানের সময় আমি গ্রামে ফিরে আসব এবং সেহরির জন্য সকলকে ডাক দেব।” তার এই ভালোবাসা ও নিষ্ঠাই গ্রামের সবাই মুগ্ধ। মুসলিম এবং হিন্দু, দুই সম্প্রদায়ের মানুষের কাছেই তার এবং তার পরিবারের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা।

গ্রামের প্রতিবেশী শাফিক বলেন, “গুলাব ভাই গোটা গ্রাম ঘুরে ঘুরে সবাইকে ডেকে তোলেন, যাতে কেউ বাদ না পড়ে। তিনি বারবার নিশ্চিত হন, সবার খাওয়া হয়েছে কিনা।” শাফিক আরও বলেন, “যখন গীতা ও কোরান ভালোবাসার কথা বলে, তখন হিন্দু-মুসলিমের মধ্যে কেন অশান্তি থাকবে?”