নিউজ ডেস্ক : বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে ২০১৪ সাল থেকে যোগাযোগ রেখে চলছিলেন শুভেন্দু অধিকারী। এমনটাই বললেন আজ বিজেপিতে যোগ দানের পর। তিনি আজ অমিতের পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজেপিতে যোগ দান করে অমিতকে বড়ভাই সম্মোধন বলে করেন। সভায় নিজের বক্তৃতায় শুভেন্দু বলেন, এই রাজ্যকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতেই হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের বিরোদ্ধে ও কথা বলেন। তিনি তার আগে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে খোলা চিঠিতে নিজেদের রাস্তা পরিবর্তনের কথা বলেছেন। কিন্তু রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে যদি সত্যি সত্যিই “ভাইপো” তত্বটাই তার বা তার সঙ্গে দলত্যাগী হেভি ওয়েটদের তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার কারণ হয় তাহলে এত দিন কেন চুপ করে ছিলেন তিনি বা তারা ? এতদিন কেন দলের বিরুদ্ধে কথা বিজেপিতে যোগ দেননি তারা? তাহলে কি অন্য কোনো কারণ আছে এর পিছনে? তিনি যোগ দিয়েই বলেছেন বিজেপির সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চান। তৃণমূলের এত বড়ো পদ ছেড়ে কেন তিনি সাধারণ কর্মী হতে চান এ নিয়েও উঠছে প্রশ্ন। কারণ মুকুল রায়ের উদাহরণ সবার সামনে আছে।
এদিকে তৃণমূল সংসদ সৌগত রায় শুভেন্দু রায়ের দল ত্যাগের ব্যাপারে বলেন, “তার গ্যাপ আমরা পূরণ করে নেবো।” তিনি কটাক্ষের সুরে বলেন, “নন্দীগ্রামে ৪০% মুসলিম ভোট, কিভাবে জিতবেন ওখানে?”