এনবিটিভি নিউজ, জামিল হোসেন, ২৬ জুলাই, আসাম: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন হাইলাকান্দি সদর চক্র আধিকারিক তথা পুরসভার কার্যনির্বাহী আধিকারিক ত্রিদিব রায়। আজ আরএটি-র অধীনে ত্রিদিব রায়ের ফলাফল পজিটিভ এসেছে। তিনি বর্তমানে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ভর্তি। জানা গেছে শনিবার হাইলাকান্দি জেলায় নতুন করে ২৬ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের উপস্থিতি।হাইলাকান্দি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১১ জন।