
এক্সপ্রেস ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। ট্রেন পরিষ্কার করার সময় হঠাৎ রেল কর্মীদের নজরে পড়ে এই দেহটি। সূত্র মারফত জানা যাচ্ছে, হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি অভিমুখে রওনা দেয় ওই ট্রেনটি। সাঁতরাগাছি কারশেডে কর্মীরা সাফাই কার্য করার সময়, উদ্ধার করে এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মঙ্গলবার বিকেলের পরে ওই ঘটনার কথা সর্বত্র ছড়িয়ে পড়ে।

ট্রেনে শৌচাগারে মৃতদেহ দেখা মাত্র তড়িঘড়ি করে রেল আধিকারিকদের খবর দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম জানা যায়নি। মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়নি রেলের কোন টিকিট। ট্রেনের নাম এবং নম্বর নিয়ে রেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। সূত্রের খবর, দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।